৪১ বছর পদক খরা কাটিয়ে অবশেষে অলিম্পিকে পুরুষ হকিতে পদক পেলো ভারত। টোকিও অলিম্পিক ভারতের জন্য সব সময়ই স্মরণীয় হয়ে থাকবে। জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারত। ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভীরের মতে, ক্রিকেটে বিশ্বকাপ জয়ের চেয়েও এ পদক অধিক মূল্যবান।
সেমিফাইনালে উঠার পরই ফাইনালের স্বপ্নে বিভোর ছিল ভারত। কিন্তু সেমিতে বেলজিয়ামের কাছে হেরে ফাইনালে উঠা হয়নি ভারতের। সেমিতে না পারলেও পদকের জন্য শেষ লড়াই চালিয়ে যায় ভারত। আর তাতে পদকের দেখাও পায় তারা। বৃহস্পতিবার (৫ আগস্ট) জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে ভারত।
Forget 1983, 2007 or 2011, this medal in Hockey is bigger than any World Cup! #IndianHockeyMyPride ???????? pic.twitter.com/UZjfPwFHJJ
— Gautam Gambhir (@GautamGambhir) August 5, 2021
অলিম্পিকে ভারতের এ অর্জনে আনন্দে ভাসছে পুরো দেশ। সাবেক হকি খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেটার, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী সহ সকলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে ভারতের হকি দল।
সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভীর মনে করেন, ক্রিকেটে বিশ্বকাপ জয়ের চেয়েও অলিম্পিকে পদক জেতা কঠিন। নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি হকি দলের পদক জয়ের ব্যাপারে কথা বলেন।
গাম্ভীর লিখেন, '২০১১, ২০০৭ কিংবা ১৯৮৩ সাল ভুলে যাও। হকির এই পদক জয় যেকোন বিশ্বকাপের চেয়েও বড় ব্যাপার।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]