সেমিফাইনালে উঠার পরই ফাইনালের স্বপ্নে বিভোর ছিল ভারত। কিন্তু সেমিতে বেলজিয়ামের কাছে হেরে ফাইনালে উঠা হয়নি ভারতের। সেমিতে না পারলেও পদকের জন্য শেষ লড়াই চালিয়ে যায় ভারত। আর তাতে পদকের দেখাও পায় তারা। বৃহস্পতিবার (৫ আগস্ট) জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে ভারত।
ব্রোঞ্জ জেতার লড়াইয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম কোয়ার্টারেই তারা ০-১ গোলে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ায় ভারত। ভারতকে সমতায় ফেরান সিমরঞ্জিত।
ম্যাচে সমতা ফেরালেও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। ম্যাচে ১-৩ গোলে পিছিয়েও পড়ে ভারত। তবে নিজেদের উপর আস্থা হারায়নি তারা। দ্বিতীয় কোয়ার্টারেই দুই গোল করে আবারও ম্যাচে সমতা আনে ভারত।
मैडल का रंग मेहनत से बनता है, और यहाँ तो खून, पसीना, मेहनत सब थी|
— Hockey India (@TheHockeyIndia) August 5, 2021
What a fabulous achievement by this special ????????????????! #HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/OKObb7P0U9
তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবারও এগিয়ে যায় ভারত। ভারতকে এগিয়ে নেন রূপিন্দর পাল সিং। কিছুক্ষণ পরই সেই ব্যবধান বাড়ান ভারতীয়রা। ম্যাচে ফেরার জন্য চতুর্থ কোয়ার্টারে আক্রমণাত্মক হয়ে পড়ে জার্মানি। তবে জার্মানদের সকল আক্রমণ প্রতিহত করে দেয় ভারতের রক্ষণভাগ।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে একটি গোল বের করতে সক্ষম হয় জার্মানি। ততক্ষণে তা বেশ দেরী হয়ে যায় তাদের জন্য। কারণ, কিছুক্ষণ পরই শেষ বাঁশি বাজলে ৫-৪ গোলে ম্যাচ জিতে ইতিহাস গড়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারত।
ব্রোঞ্জ পদক জিতে উচ্ছ্বসিত ভারতের মনপ্রীত জানান তারা এই পদক করোনাভাইরাস মোকাবেলায় প্রথম সারির যোদ্ধাদের উৎসর্গ করেছেন। একই সাথে তিনি আরও বলেন, এই পদকের মধ্য দিয়ে ভারতে হকির নতুন দিগন্ত উন্মোচন হলো।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]