টানা জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ এএম, ০৫ আগস্ট ২০২১
টানা জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া হারের স্বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় আমাদের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার বহিঃপ্রকাশ। ৬৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও নুরুল হাসান যেভাবে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে তা প্রশংসনীয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি আশা করি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা টুনামেন্টের বাকি ম্যাচগুলোতেও বজায় থাকবে এবং বাংলাদেশ সিরিজ জয় লাভ করবে। বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি।

সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২৩ রানের জয়লাভের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ