আজীবন সম্মাননায় কাজী সালাহউদ্দীন, রোমান-মাবিয়া-শিলা সেরা ক্রীড়াবিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ এএম, ০৫ আগস্ট ২০২১
আজীবন সম্মাননায় কাজী সালাহউদ্দীন, রোমান-মাবিয়া-শিলা সেরা ক্রীড়াবিদ

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথমবারে মতো জাতীয় এ পুরস্কারে সেরা খেলোয়াড় ক্যাটাগরিতে জিতেছেন আরচার রোমান সানা, ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

ক্রিকেট থেকে উদীয়মান ক্যাটাগরীতে একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। এছাড়া আজীবন সম্মাননা পাচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।

জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২ জন্মবার্ষিকী উদযাপন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো প্রবর্তিত এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টা জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন।

প্রায় ৩০ বছর পর জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পুনরায় চালু করলো। ‌‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ নামে প্রথমবারের মতো দেওয়া এ পুরস্কারে মোট সাত ক্যাটাগরিতে ১২টি পুরস্কার দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে ১০ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১
১. আজীবন সম্মাননা- কাজী মো. সালাহউদ্দিন (বাফুফে সভাপতি)
২. ক্রীড়াবিদ- মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা, মাবিয়া আক্তার সীমান্ত
৩. ক্রীড়া সংগঠক- মনজুর কাদের, ক্য শৈ ল হ্ন
৪. উদীয়মান ক্রীড়াবিদ- আকবর আলী (ক্রিকেট) , ফাহাদ রহমান (দাবা), উন্নতি খাতুন (ফুটবল)
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
৬. ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান এবং
৭. পৃষ্ঠপোষক- ওয়ালটন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

স্থগিত আইপিএলে এনওসি পাবেন সাকিব-মোস্তাফিজ

স্থগিত আইপিএলে এনওসি পাবেন সাকিব-মোস্তাফিজ