আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলো না ভারত। টোকিও অলিম্পিকে পুরুষ হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে পরাজিত হয় ভারত। ফলে স্বর্ণ জয়ের সুযোগ থাকলেও সেটি সম্ভব করতে পারেনি ভারতীয়রা। বেলজিয়ামের হেন্ড্রিক্স এর হ্যাট্রিকেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।
মঙ্গলবার (৩ আগস্ট) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন লুইক লুইপার্ট। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
We go down fighting hard against Belgium.
— Hockey India (@TheHockeyIndia) August 3, 2021
Here are some glimpses from #TeamIndia's Semi-Final match.#HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/CBdjmlm5YI
ম্যাচের ১১ এবং ১৩ মিনিটে ভারতের হরমনপ্রীত এবং মন্দীপ সিং গোল করে ম্যাচে ফিরে ভারত। ম্যাচের ১৯ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরান হেন্ড্রিক্স। ম্যাচের ৩য় কোয়ার্টারে কোন দল গোল না পেলেও শেষ কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম।
ম্যাচের ৪৯তম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল পূরণ করেন হেন্ড্রিক্স। এর মিনিট চারেক বাদেই বেলজিয়ামকে ৪-২ গোলে এগিয়ে নিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন তিনি। আর ৬০ মিনিটে ডজেম গোল করলে বড় জয় নিশ্চিত করেই ফাইনালে পা রাখে বেলজিয়াম।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]