বক্সিংয়ে সোনা জিতে জাপানের ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৪ আগস্ট ২০২১
বক্সিংয়ে সোনা জিতে জাপানের ইতিহাস

প্রথম জাপানি হিসেবে নারীদের বক্সিংয়ে স্বর্ণপদক জয় করলেন সেনা ইরি। নারী বক্সিং ইতিহাসে কখনই অলিম্পিক স্বর্ণপদক জিততে পারেনি জাপান। টোকিও অলিম্পিকে সে অধরা স্বর্ণ পদকই জিতলেন সেনা ইরি। ফেদারওয়েট বক্সিংয়ে ৫৪-৫৭ কেজি শ্রেণির ফাইনালে ফিলিপাইনের নেস্থি পেতেসিওকে হারান তিনি।

কুগিকান এরেনায় মঙ্গলবার (৩ আগস্ট) ফাইনালের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন সেনা ইরি। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে ৫-০ ব্যবধানে স্বর্ণপদক জেতেন তিনি। ম্যাচ জিতে প্রথম জাপানি নারী বক্সার হিসেবে স্বর্ণ পদক জয় করলেন তিনি।

ম্যাচ শেষে সেনা ইরি জানান, এ ম্যাচ চলাকালীন তার মনে হেরে যাওয়ার শঙ্কা জমেছিলো। প্রতিপক্ষ পেতেসিও চোয়ালবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছেন। তবে শেষ পর্যন্ত প্রথম জাপানি নারী বক্সার হিসেবে স্বর্ণ পদক জিতেছেন সেনা ইরি।

সেনা ইরি বলেন, ‘ওর (নেস্থি পেতেসিও) কারণে আমাকে বার বার পিছিয়ে পড়তে হচ্ছিল। এক সময় মনে হচ্ছিল আমি হেরে যাচ্ছি। তবে শেষ পর্যন্ত জিততে পেরে আমি অনেক খুশি।’

তবে ম্যাচ হেরেও কোনো আক্ষেপ রাখেন নি নেস্থি পেতেসিও। তিনি জানান, ‘পদকটি আমার একার নয়, আমার দেশের,পরিবারের এবং বন্ধুর। যে কিনা গত বছর মৃত্যুবরণ করেছেন।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিকের ১০ দিন শেষে পদক জয়ে কারা এগিয়ে

টোকিও অলিম্পিকের ১০ দিন শেষে পদক জয়ে কারা এগিয়ে

১১৩ বছর পর অলিম্পিকের এক স্বর্ণপদকে দুই বিজয়ী

১১৩ বছর পর অলিম্পিকের এক স্বর্ণপদকে দুই বিজয়ী

টোকিও অলিম্পিক : লং জাম্পে স্বর্ণ জয় গ্রীসের

টোকিও অলিম্পিক : লং জাম্পে স্বর্ণ জয় গ্রীসের

অলিম্পিকে দ্বৈত ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়

অলিম্পিকে দ্বৈত ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়