টোকিও অলিম্পিকে লং জাম্পের ফাইনাল ছিল উত্তেজনায় ভরপুর। শেষ জাম্প পর্যন্ত গিয়েও বিজয়ী নির্ধারিত না হওয়ায় শেষ পর্যন্ত কাউন্ট ব্যাকের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয় যেখানে গ্রীসের লং জাম্পার মিল্টিয়াডিস টেন্টোগ্লু স্বর্ণ জিতেন।
সোমবার (২ আগস্ট) নিজের শেষ জাম্পে টেন্টোগ্লু ৮.৪১ মিটারের ঝাপ দেন। অবশ্য তার এই ঝাপ দেয়ার আগ পর্যন্ত কিউবার মিগুয়েল একেভারিয়াই এগিয়ে ছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে শেষ ঝাপটি দিতে পারেননি তিনি।
What a finish!#GRE's Miltiadis Tentoglou clinches men's long jump gold on the last attempt - 8.41m!@WorldAthletics #Athletics @HellenicOlympic pic.twitter.com/KGEXkXOAHr
— Olympics (@Olympics) August 2, 2021
এবারের অলিম্পিকে অংশ নেয়ার আগে ৮.৬০ মিটার ঝাপ দিয়ে টেন্টোগ্লু বিশ্বে প্রথম স্থানে ছিলেন। কিন্তু টোকিওর ফাইনালে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না তিনি। শেষ ঝাপটি বাদে বাকিগুলোতে তাকে পুরনো রূপে দেখা যাচ্ছিল না।
শেষ ঝাপে টেন্টোগ্লু কিউবার জুয়ানের ৮.৪১ মিটারের ঝাপ স্পর্শ করায় বাধ্য হয়েই কাউন্ট ব্যাকে যেতে হয় বিচারকদের। সেখানে কিউবার সেই অ্যাথলেটের দ্বিতীয় সেরা ঝাপ ছিল ৮.০৯ মিটার। আর টেন্টোগ্লুর সেরা ঝাপ ছিল ৮.১৫ মিটার। ফলে কাউন্ট ব্যাকে জয় লাভ করে অবিশ্বাস্যভাবে স্বর্ণ জয় নিশ্চিত করেন গ্রীসের টেন্টোগ্লু।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]