অলিম্পিকে দ্বৈত ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৩ আগস্ট ২০২১
অলিম্পিকে দ্বৈত ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়

নারীদের দ্বৈত ব্যাডমিন্টনে চমক দেখালো ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম সেরা চীনের জুটিকে হারিয়ে সরাসরি স্বর্ণ জিতে ইন্দোনেশিয়ার গ্রেসিয়া পলি ও আপ্রিয়া রাহায়ু। সোমবার (২ আগস্ট) তারা এ কৃতিত্ব অর্জন করে।

টোকিও অলিম্পিকের দশম দিনে চীনের চেন কিং চেন ও জিয়া ই ফানকে ২১-১৯ ও ২১-১৫ সেটে হারিয়েছে গ্রেসিয়া পলি ও আপ্রিয়া রাহায়ু জুটি।

ম্যাচ চলাকালীন সময়ে ইন্দোনেশিয়ার পলির র‍্যাকেট ভেঙ্গে যায়। সেই র‍্যাকেট বদলানোর জন্য খেলা চলা অবস্থাতেই কোর্টের বাইরে যেতে হয় পলিকে। তখন চীনের চেন কিং চেন ও জিয়া ই ফান জুটির বিপক্ষে একা লড়েন ইন্দোনেশিয়ার রাহায়ু এবং সেই পয়েন্টটি জিতেও নেন ।

ইন্দোনেশিয়ার অলিম্পিক ইতিহাসে নারী দ্বৈতে এটিই প্রথম স্বর্ণ জয়ের ঘটনা। যার সুবাদে চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে অলিম্পিক ব্যাডমিন্টনের প্রতিটি ডিসিপ্লিনে স্বর্ণ জেতার নজির গড়ল ইন্দোনেশিয়া।

এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়ার কিম সোয়েং এবং কং হেয়ং জুটি। স্বদেশি লি সোহি ও শিন সিউংচান জুটিকে ২১-১০ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে তৃতীয় হওয়ার মাধ্যমে ব্রোঞ্জ জিতেছে তারা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রোঞ্জ জিতেও ইতিহাসের পাতায় ভারতের সিন্ধু

ব্রোঞ্জ জিতেও ইতিহাসের পাতায় ভারতের সিন্ধু

অলিম্পিকের নারী হকিতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত

অলিম্পিকের নারী হকিতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত

১০০ মিটার দৌড়ে ইতালির বাজিমাত, বোল্টের উত্তরসূরি মার্সেল জ্যাকবস

১০০ মিটার দৌড়ে ইতালির বাজিমাত, বোল্টের উত্তরসূরি মার্সেল জ্যাকবস

রেফারির শাস্তি, প্রতিবাদে ‘ধর্মঘটে’ ফ্রান্সের অ্যাথলেট

রেফারির শাস্তি, প্রতিবাদে ‘ধর্মঘটে’ ফ্রান্সের অ্যাথলেট