নারীদের দ্বৈত ব্যাডমিন্টনে চমক দেখালো ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম সেরা চীনের জুটিকে হারিয়ে সরাসরি স্বর্ণ জিতে ইন্দোনেশিয়ার গ্রেসিয়া পলি ও আপ্রিয়া রাহায়ু। সোমবার (২ আগস্ট) তারা এ কৃতিত্ব অর্জন করে।
টোকিও অলিম্পিকের দশম দিনে চীনের চেন কিং চেন ও জিয়া ই ফানকে ২১-১৯ ও ২১-১৫ সেটে হারিয়েছে গ্রেসিয়া পলি ও আপ্রিয়া রাহায়ু জুটি।
ম্যাচ চলাকালীন সময়ে ইন্দোনেশিয়ার পলির র্যাকেট ভেঙ্গে যায়। সেই র্যাকেট বদলানোর জন্য খেলা চলা অবস্থাতেই কোর্টের বাইরে যেতে হয় পলিকে। তখন চীনের চেন কিং চেন ও জিয়া ই ফান জুটির বিপক্ষে একা লড়েন ইন্দোনেশিয়ার রাহায়ু এবং সেই পয়েন্টটি জিতেও নেন ।
This is what it means to win Olympic gold for #INA! pic.twitter.com/cZxhjgFV6U
— Olympics (@Olympics) August 2, 2021
ইন্দোনেশিয়ার অলিম্পিক ইতিহাসে নারী দ্বৈতে এটিই প্রথম স্বর্ণ জয়ের ঘটনা। যার সুবাদে চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে অলিম্পিক ব্যাডমিন্টনের প্রতিটি ডিসিপ্লিনে স্বর্ণ জেতার নজির গড়ল ইন্দোনেশিয়া।
এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়ার কিম সোয়েং এবং কং হেয়ং জুটি। স্বদেশি লি সোহি ও শিন সিউংচান জুটিকে ২১-১০ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে তৃতীয় হওয়ার মাধ্যমে ব্রোঞ্জ জিতেছে তারা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]