ব্রোঞ্জ জিতেও ইতিহাসের পাতায় ভারতের সিন্ধু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ এএম, ০৩ আগস্ট ২০২১
ব্রোঞ্জ জিতেও ইতিহাসের পাতায় ভারতের সিন্ধু

ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর তারকার কাছে হেরে স্বর্ণ জয়ের পথ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তবে, ব্রোঞ্জ জেতার সুযোগ হাতছাড়া করেননি ভারতের পিভি সিন্ধু। চীনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতে ভারতের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে টানা দু'টি অলিম্পিকে পদক জয়ের রেকর্ডও গড়লেন তিনি।

রিও অলিম্পিকে ওকুহারাকে হারিয়ে স্বর্ণ জয়ের দ্বারপ্রান্তে ছিলেন পিভি সিন্ধু। কিন্তু ফাইনালে হেরে রুপা জিতেই সেবার সন্তুষ্ট থাকতে হয় তাকে। ফাইনালে সেবার স্পেনের মারিনের কাছে হেরে গিয়েছিলেন সিন্ধু।

রিও অলিম্পিকে রুপা জয়ের পর এবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে টানা দু'অলিম্পিকে পদক জয়ের রেকর্ড করেন সিন্ধু।

হে বিং জিয়াওকের বিরুদ্ধে ভারতের সিন্ধু প্রথম গেম জিতে নেন ২১-১৩তে। এরপর দ্বিতীয় গেমে চীনের হে বিং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু কৌশলী সিন্ধু নিজের দক্ষতা দ্বারা ২১-১৫-য় জিতে নেন দ্বিতীয় গেম।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের নারী হকিতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত

অলিম্পিকের নারী হকিতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত

১০০ মিটার দৌড়ে ইতালির বাজিমাত, বোল্টের উত্তরসূরি মার্সেল জ্যাকবস

১০০ মিটার দৌড়ে ইতালির বাজিমাত, বোল্টের উত্তরসূরি মার্সেল জ্যাকবস

শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত