অলিম্পিকের নারী হকিতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ এএম, ০৩ আগস্ট ২০২১
অলিম্পিকের নারী হকিতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত

টোকিও অলিম্পিকে সময়টা ভালোই যাচ্ছে ভারতের। এবার ইতিহাস গড়লো ভারত নারী হকি দল। তিনবারের স্বর্ণজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখলো ভারত। সোমবার (২ আগস্ট) ভারতের কাছে ১-০ গোলে পরাজিত হয় অজি নারী হকি দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারেই গোল পেয়ে যায় ভারত। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল গুরজিৎ কৌরের। এই জয়ের মধ্য দিয়ে পুরুষ দলের পর নারী হকি দলও ভারতকে গর্বিত করলো।

এবারের অলিম্পিকে ভারতের নারী হকি দলের যাত্রাটা সুখকর ছিল না। প্রথম তিন ম্যাচেই হারের মুখ দেখে তারা। এরপর দুই ম্যাচে জয় পেলেও পরের রাউন্ডে উঠা নিশ্চিত ছিল না তাদের। কিন্তু গ্রেট ব্রিটেনের কাছে আয়ারল্যান্ড হারায় চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে ভারত। সেই দলই তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে।

শক্তির বিচারে ভারতের চেয়ে অনেক এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আর তাই এই ম্যাচ থেকে বিশেষ কোন প্রত্যাশাও ছিল না ভারতের। নিজেদের সেরাটা খেলা ই লক্ষ্য ছিল তাদের। তবে, নিজেদের সেরা খেলাটা খেলতে গিয়ে এমন ইতিহাস তৈরি হয়ে যাবে সেটি হয়তো তারাও ভাবেননি।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরজিৎ কৌর। শেষ কোয়ার্টারে পর পর পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের গোলকিপার সবিতা এবং বাকি খেলোয়াড়দের পারদর্শিতায় গোল করতে পারেনি তারা। ফলে জয় পেয়ে যায় ভারত।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক টেনিসে সোনা জিতলো জেরেভ

অলিম্পিক টেনিসে সোনা জিতলো জেরেভ

অলিম্পিকে সোনা জেতা হলো না জকোভিচের

অলিম্পিকে সোনা জেতা হলো না জকোভিচের

ট্রাইবেকারে হেরে অলিম্পিক থেকে বিদায় ব্রাজিল নারী দলের

ট্রাইবেকারে হেরে অলিম্পিক থেকে বিদায় ব্রাজিল নারী দলের

শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র