অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসেবে ধরা হয় পুরুষদের ১০০ মিটার দৌড়। যে ইভেন্টটিতে গত তিন আসরে কিংবদন্তি উসাইন বোল্ট ছিলেন ধরাছোয়ার বাইরে। তবে এবার টোকিও অলিম্পিকে ছিলেন না উসাইন বোল্ট। জ্যামাইকান স্পিন্টারে অনুপস্থিতে তার জায়গা দখলে নিল ইতালির মার্সেল জ্যাকবস।
২০১৭ সালে সবধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নিয়েছেন জ্যামাইকার বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার উসাইন বোল্ট। ফলে টোকিও অলিম্পিকে নজর ছিল, কে হচ্ছেন বোল্টের উত্তরসূরি। আকর্ষণীয় এ ইভেন্টে কার হাতে উঠছে অলিম্পিক স্বর্ণ।
রোববার বিকেলে (বাংলাদেশ সময়) টোকিও অলিম্পিকে অনুষ্ঠিত হয় ১০০ মিটার দৌড়। যেখানে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন ইতালির মার্সেল জ্যাকবস। এটি তার ক্যারিয়ারের সেরা টাইমিং এবং এই ইভেন্টে ইতালির প্রথম স্বর্ণ।
মাত্র .০৪ সেকেন্ড বেশি সময় নেওয়ায় স্বর্ণ জয় করতে পারেননি যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। দ্বিতীয় হওয়া এ স্পিন্টার ১০০ মিটার পার হতে সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। আর ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস।
এদিকে, টোকিও অলিম্পিকের ১০০ মিটার দৌড়ের প্রথম পর্যায়ে আগেই দৌড় দেওয়ায় ডিসকোয়ালিফাই হয়ে যান ইংল্যান্ডের জার্নেল হিউজস। পরে তাকে বাদ দিয়ে আবারও ইভেন্ট শুরু করা হয়।
কিংবদন্তি বোল্ট গত রিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়েরও স্বর্ণ জিতেছিলেন ৯.৮০ সেকেন্ড সময়ে। তার গড়া বিশ্ব রেকর্ড অবশ্য ৯.৫৮ সেকেন্ডের, ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে।
এছাড়া ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে বোল্ট স্বর্ণ জিতেছিলেন ৯.৬৯ সেকেন্ডে। আর ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ছিল ৯.৬৪ সেকেন্ড।
টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে অংশ নেওয়া বাকিরা হলেন- আকানি সিম্বাইন (দক্ষিণ আফিকা), জার্নেল হিউজস (ইংল্যান্ড), ফ্রেড কার্লি (মার্কিন যুক্তরাষ্ট্র), সু বিংটিয়ান (চীন), রনি বেকার (মার্কিন যুক্তরাষ্ট্র), এনোক অ্যাডগোক (নাইজেরিয়া) এবং আন্দ্রে ডি গ্রাস (কানাডা)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]