রেফারির শাস্তি, প্রতিবাদে ‘ধর্মঘটে’ ফ্রান্সের অ্যাথলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২১ এএম, ০২ আগস্ট ২০২১
রেফারির শাস্তি, প্রতিবাদে ‘ধর্মঘটে’ ফ্রান্সের অ্যাথলেট

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানো নতুন কিছু নয়। তবে, ফ্রান্সের বক্সার মৌরাদ আলিয়েভ যেভাবে প্রতিবাদ জানালেন তা রীতিমতো অদ্ভুতই। রোববার (১ আগস্ট) বক্সিংয়ে ব্রিটিশ প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ফ্রান্সের বক্সার মৌরাদ আলিয়েভ। সেই ম্যাচে প্রতিপক্ষকে গুঁতো মারার অভিযোগে রেফারি শাস্তি দেয় তাকে। রেফারির সেই শাস্তির প্রতিবাদে ধর্মঘটে বসেন আলিয়েভ।

দ্বিতীয় রাউন্ড শেষ হতে তখন আর চার সেকেন্ড বাকি ছিল। তখনই ইচ্ছে করে প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্ককে গুঁতো মারেন আলিয়েভ। আর সেই অপরাধে আলিয়েভকে প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষণা দেন রেফারি। রেফারির সেই সিদ্ধান্ত মানতে না পেরে ধর্মঘটে বসেন আলিয়েভ।

আলিয়েভের আঘাতে প্রতিপক্ষের চোখের নীচে গভীর ক্ষত হয়। রেফারির সিদ্ধান্ত আসতেই প্রতিবাদ শুরু করেন আলিয়েভ। সিদ্ধান্ত মানতে না পেরে একসময় রিংয়ের মাঝেই ধর্মঘটে বসে যান তিনি। এসময় তার দলের সদস্যরাও এগিয়ে আসেন। ধর্মঘট থেকে না উঠলে ৩০ মিনিটেরও বেশি সময় পর আয়োজকরা আলিয়েভের সঙ্গে এসে কথা বলেন। তারপর সবাই রিং ছাড়েন।

কিন্তু মিনিট ১৫ পর আবারও রিংয়ে এসে ধর্মঘটে বসেন আলিয়েভ! আরও প্রায় ১৫ মিনিট বসে থেকে তিনি রিং ছাড়েন। আলিয়েভ জানান, রেফারির বাজে সিদ্ধান্তের জন্যই তাকে হারতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ জানাতেই তিনি ধর্মঘটে বসেছিলেন বলে জানান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

পারলেন না জহিরও, বাদ পড়লেন হিটেই

পারলেন না জহিরও, বাদ পড়লেন হিটেই

অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল