ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ০২ আগস্ট ২০২১
ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

বিরাট প্রতিভা বোধহয় একেই বলে। দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন, হকি বিশ্বকাপও খেলেছেন এবার খেলছেন অলিম্পিকও। দু'টি আলাদা খেলার সর্বোচ্চ মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার এমন বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের এলেনা টাইস। মাত্র ২৩ বছর বয়সী এই অ্যাথলেট ক্রিকেটে যেমন পারদর্শী তেমনি হকিতেও তিনি দুর্দান্ত।

ক্রীড়া জগতে এলেনার পথচলা শুরু আন্তর্জাতিক ক্রিকেট দিয়ে। মাত্র ১৩ বছর বয়সে সুযোগ পেয়ে যান আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলে। এবং ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠেও নামেন আইরিশ এই লেগ-স্পিনার। তবে ক্রিকেটে নিজের ক্যারিয়ার বড় করেননি তিনি। ২০১৫ সাল থেকেই ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি।

ক্রিকেটকে বিদায় জানিয়ে এলেনা হকিতে মনোনিবেশ করেন। ২০১৪ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলা এলেনা ২০১৮ সালেও বিশ্বকাপে অংশ নেন, তবে সেটা হকি বিশ্বকাপে। কয়েক বছর ব্যবধানেই নিজেকে ক্রিকেটার থেকে পুরোদস্তর হকি খেলোয়াড় বানিয়ে ফেলেন। ২০১৮ হকি বিশ্বকাপে সেবার নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়ে রানার্স আপ হয় আয়ারল্যান্ড।

আর এবার টোকিও অলিম্পিকে নারী হকিতে আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামার মধ্য দিয়ে বিরল এক রেকর্ড নিজের করে নেন তিনি। দু'টি আলাদা খেলার সর্বোচ্চ মঞ্চে দেশের জার্সি গায়ে জড়ান তিনি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

পারলেন না জহিরও, বাদ পড়লেন হিটেই

পারলেন না জহিরও, বাদ পড়লেন হিটেই

অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

ব্রাজিলকে হারিয়ে স্ত্রীর সাথের কথা বলে টাকা পাচ্ছেন মেসি

ব্রাজিলকে হারিয়ে স্ত্রীর সাথের কথা বলে টাকা পাচ্ছেন মেসি