টোকিও অলিম্পিকে আগে থেকেই বিদায় নিয়েছিলেন বাংলাদেশের অ্যাথলেটরা। শুধু মাত্র বাকি ছিলেন অ্যাথলেটিক্সের জহির রায়হান। অবশেষে বিদায় ঘন্টা বাজলো জহির রায়হানেরও। ৪০০ মিটার হিটে আটজনের মধ্যে অষ্টম হয়ে হিট থেকেই বাদ পড়লেন তিনি। জহির রায়হানের বিদায়ের মধ্য দিয়ে অলিম্পিকে যাত্রা শেষ হলো বাংলাদেশের।
রোববার (১ আগস্ট) অলিম্পিকের ৪০০ মিটার হিটে ৪৮.২৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। অলিম্পিকে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং থেকেও বেশি সময় নিয়েছেন তিনি। ৪০০ মিটার হিটে জহিরের সেরা টাইমিং ছিল ৪৭.৩৪ সেকেন্ড। যেখানে অলিম্পিকে তিনি নিয়েছেন ৪৮.২৯ সেকেন্ড।
জহিরের হিটে ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। এছাড়া ৪৫.০৪ সেকেন্ডে বার্বাডোজের জোনাথন জোনস দ্বিতীয় এবং ৪৫.২০ সেকেন্ড সময় তৃতীয় হয়েছেন জ্যামাইকার ক্রিস্টোফার টেলর।
২০১৯ সালে ভারতে আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪৭.৩৪ সেকেন্ড টাইমিংয়ে সোনা জিতেছিলেন তিনি। ২০১৭ সালে প্রথমবার কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। সেবার তিনি সময় নিয়েছিলেন ৪৮ সেকেন্ড।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]