হিট পার করে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন ব্লেসিং ওয়াগবারে। তবে সেমিফাইনালে উঠার পরেই ডোপ টেস্টে নিষিদ্ধ হলেন তিনি। মূলত নিষিদ্ধ হরমোন নেওয়ার কারণে টোকিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছেন ওয়াগবারে। বেইজিং অলিম্পিকের লং জাম্পে রৌপ্য পদক জিতেছিলেন ওয়াগবারে।
অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ) শনিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ব্লেসিং ওয়াগবারের ডোপ টেস্টে পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে। টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে হিট শেষ করেন তিনি।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্ট এবং লং জাম্পে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪*১০০ মিটার রিলেতে ওয়াগবারের অংশ নেওয়ার কথা ছিল।
এআইইউ বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ১৯ জুলাই ডোপ টেস্টের জন্য তার নমুনা নেওয়া হয়েছিল। সে নমুনার ফলাফলে তার শরীরে নিষিদ্ধ হরমোনের উপস্থিতি পাওয়া গেছে। শনিবার তাকে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করা হয়েছে।
চলতি টোকিও অলিম্পিকের ব্লেসিং ওয়াগবারে প্রথম অ্যাথলেট যিনি কিনা ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। টোকিও অলিম্পিকে নাইজেরিয়া দলের জন্য এটি বড় দুঃসংবাদ। এর আগে নাইজেরিয়া অ্যাথলেটিকস দলের আরও ১০ জন ডোপ টেস্টে পজিটভ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]