অলিম্পিক সাঁতার মানেই যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সাঁতারুদের দাপট। তবে টোকিও অলিম্পিকে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রি-স্টাইলে দাপট দেখালো চীন। বিশ্ব রেকর্ড গড়ে এ ইভেন্টের স্বর্ণ পদক বাগিয়ে নিয়েছে চীন।
টোকিও অলিম্পিকে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে চীনের হয়ে পুলে ঝড়ে তোলেন চার সাঁতারু ইয়াং জানজুয়ান, ট্যাং মুহান, ঝাং ইয়ফেই এবং লি বিংজি। অলিম্পিকে চারজনেরই এটি প্রথম স্বর্ণ পদক।
বৃহস্পতিবার (২৯ জুলাই) টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে ৪*২০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছে চীন। এর আগে কখনই এত কম সময়ে ৪*২০০ মিটার রিলেতে শেষ করতে পারেনি কোনো দল।
আগে এ রেকর্ডের দখলদার ছিল অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তারা।
চীনের বিশ্ব রেকর্ড গড়ার দিনে বেশ পিছিয়ে ছিল রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করা অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র। ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র সাঁতার শেষ করে জিতেছে রৌপ্য। অপরদিকে ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]