দারুণ লড়েও টাইব্রেকারের হার দিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ পিএম, ২৯ জুলাই ২০২১
দারুণ লড়েও টাইব্রেকারের হার দিয়ার

টোকিও অলিম্পিকে রোমান সানার বিদায়ের পর সবার নজর ছিল দিয়া সিদ্দিকির উপর। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে। কিন্তু শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের এই আর্চারকে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটটা ভালোই গিয়েছিল দিয়ার। নারী রিকার্ভ এককের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কারইয়ানার অবস্থান ৩১ যেখানে বাংলাদেশের দিয়ার অবস্থান ১৫৫। শক্তির বিচারে সুস্পষ্ট এগিয়ে থাকা কারইয়ানাকে প্রথম সেটে চমকে দেয় দিয়া। প্রথম সেটে ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের নারী তীরন্দাজ।

পরের দুই সেটে দিয়া ও কারইয়ানার সমান স্কোর হলে ম্যাচ জমে ওঠে। তবে, চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন
অনেকটাই অনিশ্চিত হয় দিয়ার। তরুণ দিয়া হাল ছাড়েননি। দারুণ খেলে শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে।

নির্ধারিত ৫ সেটেও ম্যাচ সমতায় থাকায় ম্যাচ গড়ায় শ্যুট অফে। সেখানেই ভাগ্য সহায় হয়নি দিয়ার। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের দিয়া। প্রতিপক্ষ কারইয়ানা ১০ স্কোর করলেও দিয়া করেন ৯। আর তাতেই অলিম্পিক থেকে বিদায় ঘন্টা বাজে দিয়ার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক থেকে আর্জেন্টিনা ফুটবল দলের বিদায়

অলিম্পিক থেকে আর্জেন্টিনা ফুটবল দলের বিদায়

অলিম্পিক ফুটবল : কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অলিম্পিক ফুটবল : কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

মেসির জার্সি নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন