অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২৯ জুলাই ২০২১
অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

তীব্র গরমে এবারের অলিম্পিকে বেগ পোহাতে হচ্ছে অ্যাথলেটদের। প্রায় ৩৩ ডিগ্রি তাপমাত্রায় নিজেদের স্বাভাবিক খেলা খেলতে কষ্ট হচ্ছে অ্যাথলেটদের। তীব্র গরমে কাহিল হয়ে রাশিয়ান টেনিস তারকা বলেই ফেলেন, তীব্র গরমে মারা গেলে দায় কে নেবে?

বুধবার (২৮ জুলাই) টেনিসের পুরুষ এককে মুখোমুখি হন রাশিয়ান তারকা ডানিল মেডভেডেভ ও ইতালির ফাবিও ফনিনি। টোকিওর তীব্র গরমে শুরু থেকেই কাহিল হয়ে পড়েন মেডভেডেভ। অলিম্পিকে নিজের প্রথম ম্যাচ খেলার পরই তিনি আয়োজকদের অনুরোধ করেন ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার জন্য। তবে তাতে সাড়া দেয়নি আয়োজকরা।

তীব্র গরমে কাহিল হলেও ম্যাচের খেলায় বিন্দুমাত্র ছাড় দেননি তিনি। ইতালির ফাবিও ফনিনির বিপক্ষে ২-১ সেটে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছান মেডভেডেভ।

দ্বিতীয় সেট চলাকালীন সময়ে আম্পায়ার মেডভেডেভের কাছে জানতে চান তিনি ঠিক আছেন কিনা। আম্পায়ারের প্রশ্নের উত্তরটা বেশ মজার ছলেই দেন তিনি। উত্তরে বলেন, 'আমি ম্যাচ শেষ করতে পারব। তবে এরপর মারা যেতে পারি। মারা গেলে এর দায় কে নেবে?'

এদিকে, নারী এককে ইউক্রেনের এলিনা এসভেতোলিনা পৌঁছে গেছেন সেমিফাইনালে। দুই শীর্ষ তারকা নেওমি ওসাকা ও অ্যাশলি বার্টির বিদায়ের পর তিনিই এখন নারী এককের ফেভারিট।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে হকিতে ভারতের কাছে পরাস্ত স্পেন

অলিম্পিকে হকিতে ভারতের কাছে পরাস্ত স্পেন

মানসিক সমস্যায় অলিম্পিক থেকে মার্কিন জিমন্যাটের নাম প্রত্যাহার

মানসিক সমস্যায় অলিম্পিক থেকে মার্কিন জিমন্যাটের নাম প্রত্যাহার

বর্ণবাদী বক্তব্য দিয়ে বরখাস্ত গ্রিক ধারাভাষ্যকার

বর্ণবাদী বক্তব্য দিয়ে বরখাস্ত গ্রিক ধারাভাষ্যকার

অলিম্পিকের অ্যান্টি-সেক্স বেড ‘ভাঙলেন’ ইসরায়েলের অ্যাথলেটরা

অলিম্পিকের অ্যান্টি-সেক্স বেড ‘ভাঙলেন’ ইসরায়েলের অ্যাথলেটরা