অলিম্পিক ইতিহাসে বারমুডার প্রথম স্বর্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৫ এএম, ২৮ জুলাই ২০২১
অলিম্পিক ইতিহাসে বারমুডার প্রথম স্বর্ণ

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারে মত স্বর্ণ জয়ের স্বাদ পেল বারমুডা। মাত্র ৬৩ হাজার জনসংখ্যার এ দেশকে স্বর্ণ জয়ের আনন্দে ভাসিয়েছেন মেয়েদের ট্রায়ালথনে প্রথম হওয়া ফ্লোরা ডাফি। এটিই অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশের স্বর্ণ জয়।

মঙ্গলবার (২৭ জুলাই) মেয়েদের ট্রায়ালথনে বারমুডাকে স্বর্ণ এনে দিয়েছেন ফ্লোরা ডাফি। মূলত সাঁতার, সাইক্লিং এবং দৌড় মিলিয়ে ট্রায়াথলন অনুষ্ঠিত হয়। পুরো ইভেন্ট শেষ করতে ১ ঘন্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড সময় নেন তিনি। দ্বিতীয় হওয়া গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন ১ ঘন্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন। অপরদিকে যুক্তরাষ্ট্রে কেটি জ্যাফার্স ১ ঘন্টা ৫৭ মিনিট ০৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।

অলিম্পিকের ইতিহাসে এটি বারমুডার দ্বিতীয় পদক। এর আগে ১৯৭৬ সালে মন্ট্রিল অলিম্পিকে ব্রোঞ্জ জিতিয়েছেন ক্লারেন্স হিল।

অলিম্পিকে একটি পদকের জন্য ৪৫ বছরের অপেক্ষায় ছিল বারমুডা। তবে এবার স্বর্ণ জিতেই বারমুডার ৪৫ বছরের আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন ফ্লোরা ডাফি। দেশকে এনে দিয়েছেন প্রথম স্বর্ণ।

দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জিতে বেশ রোমাঞ্চিত ফ্লোরা ডাফি। তিনি বলেন, ‘আমি রোমাঞ্চিত। আমার স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। এছাড়াও বারমুডাকে প্রথম স্বর্ণ পদকের স্বাদ দিতে পারাটা আমার কাছে অনেক বেশি প্রশান্তির ব্যাপার।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই  : রোমান সানা

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই : রোমান সানা

অলিম্পিক থেকে নাওমি ওসাকার বিদায়

অলিম্পিক থেকে নাওমি ওসাকার বিদায়

অলিম্পিক সার্ফিংয়ের প্রথম স্বর্ণ পদক ব্রাজিলের দখলে

অলিম্পিক সার্ফিংয়ের প্রথম স্বর্ণ পদক ব্রাজিলের দখলে

তিন মিনিটেই স্বর্ণজয় করলেন কসোভোর নোরা

তিন মিনিটেই স্বর্ণজয় করলেন কসোভোর নোরা