অলিম্পিক সার্ফিংয়ের প্রথম স্বর্ণ পদক ব্রাজিলের দখলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৮ জুলাই ২০২১
অলিম্পিক সার্ফিংয়ের প্রথম স্বর্ণ পদক ব্রাজিলের দখলে

সর্বশেষ বিশ্ব সার্ফ লিগ জিতেছিলেন ইতালো ফেরেইরা। অলিম্পিকের মঞ্চে ফেবারিটের তকমা নিয়েই এসেছিলেন তিনি। এবার স্বর্ণপদক জিতে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন ফেরেইরা। অলিম্পিকের মঞ্চে প্রথমবারের মত আয়োজিত সার্ফিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তিনি।

জাপানের সুরিয়াগাসাকি সার্ফিং বিচে আটজন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া সার্ফিংয়ের শুরুতেই কিছুটা হোচট খেয়েছিলেন ইতালো ফেরেইরা। তবে তিন দিনের এ লড়াইয়ে প্রথমদিনের পর আর কোনো ভুল করেননি। শেষ পর্যন্ত ১৫.৪ পয়েন্টি নিয়ে প্রতিযোগিতা শেষ করে স্বর্ণপদক নিশ্চিত করেন ২৭ বছর বয়সী ফেরেইরা।

জাপানি সার্ফার ইগারাশি ৬.৬০ পয়েন্ট নিয়ে জিতেছেন রৌপ্য পদক। ইগারাশির সাথে ফেরেইরার ব্যবধানই বলে দিচ্ছে কতটা দুর্দান্ত ছিলেন তিনি।

তৃতীয় হওয়ার লড়াইয়ে সার্ফিংয়ের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনাকে গারিয়ে অস্ট্রেলিয়ার ওয়েন রাইট ব্রোঞ্জ জিতেছেন।

গ্রেটেস্ট শো অন আর্থে প্রথমবারের মত আয়োজিত সার্ফিংয়ে স্বর্ণ পদক জিতে ইতিহাসের পাতায় ঢুকে গেল ব্রাজিল এবং ইতালো ফেরেইরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্ন দেখিয়ে বিদায় নিলেন রোমান সানা

স্বপ্ন দেখিয়ে বিদায় নিলেন রোমান সানা

তিন মিনিটেই স্বর্ণজয় করলেন কসোভোর নোরা

তিন মিনিটেই স্বর্ণজয় করলেন কসোভোর নোরা

অলিম্পিক থেকে নাওমি ওসাকার বিদায়

অলিম্পিক থেকে নাওমি ওসাকার বিদায়

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি