টোকিও অলিম্পিকে মুসলিম ক্রীড়াবিদরা আবারও ইসরায়েলকে বয়কট করলেন। আলজেরিয়ান জুডোকা ফেথি নওরিনের পর এবার সুদানের মোহাম্মদ আব্দুল রাসুল ইসরায়েলের প্রতিপক্ষকে বয়কট করেছেন।
সোমবার (২৬ জুলাই) জুডোর ৭৩ কেজি শ্রেণিতে রাউন্ড অব ৩২ এ ইসরায়েলের জুডোকা তোহা বুটবুলের বিপক্ষে আব্দুল রাসুলের নামার কথা ছিল। তবে ইসরায়েলকে বয়কটের অংশ হিসেবে বুটবুলের বিপক্ষে নামেননি এ সুদানি তারকা।
প্রতিপক্ষকে বয়কট করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক জুডো ফেডারেশন। অপরদিকে কি কারণে আব্দুল রাসুল খেলতে নামেননি সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি।
আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে ইসরায়েলির প্রতিপক্ষকে বয়কটের অংশ হিসেবে মাঠে নামেননি আব্দুল রাসুল। সুদানের অলিম্পিক অফিসিয়ালরাও এখনও কিছু জানাননি।
শনিবার (২৪ জুলাই) বুটবুলের বিপক্ষে ম্যাচ খেলতে নামেননি আলজেরিয়ান জুডোকা ফেথি। এ কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ফেথি নওরিন এবং তার কোচ। আব্দুল রাসুলের বিরুদ্ধেও একই সিদ্ধান্ত আসবে কিনা তাই এখন দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]