স্বাধীনতা দিবসে টাইগারদের শ্রদ্ধা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৬ মার্চ ২০১৮
স্বাধীনতা দিবসে টাইগারদের শ্রদ্ধা

বাংলাদেশ উদযাপন করলো ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। ১৯৭১ সালে এ দিনই শুরু হয়েছিল ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা।

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম এবং জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদরা।

নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে সাকিব আল হাসান লিখেন, ‘সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়ণের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমরা তাঁদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।’ স্ট্যাটাসটি ইংরেজিতেও লিখে দিয়েছেন সাকিব।

মুশফিক তার পেজে লিখেছেন, ‘আমি গর্বিত, আমি স্বাধীন, আমি বাংলাদেশি। নিজেকে এমন একটি দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়ার চেয়ে গর্বের আর কিছু নেই; যে দেশটি সংস্কৃতি ও বৈচিত্র্যে ভরপুর এবং অন্যদের প্রতি সৌহার্দপূর্ণ। শুভ হোক জন্মভূমির স্বাধীনতা দিবস।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘শুভ হোক স্বাধীনতা দিবস। নিজেকে একজন বাংলাদেশি হিসেবে ভাবতেই গর্ববোধ হচ্ছে।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমদের হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

তামিমদের হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

হৃদয় ভেঙেছে স্মিথরা, সমালোচনার ঝড়

হৃদয় ভেঙেছে স্মিথরা, সমালোচনার ঝড়

মিরপুরে মেতেছিল লাল-সবুজের বাংলাদেশ

মিরপুরে মেতেছিল লাল-সবুজের বাংলাদেশ

বড় শাস্তি হতে পারে স্মিথ-ওয়ার্নারের

বড় শাস্তি হতে পারে স্মিথ-ওয়ার্নারের