টি-টোয়েন্টি ফরম্যাটে চামিকা কারুনারত্নের অভিষেকটা ভালো এবং খারাপ মিলিয়েই হলো। দলীয় অর্জনে ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে অভিষেক ম্যাচটা সবসময় মনে রাখবেন কারুনারত্নে। সব ক্রিকেটারের জন্যই অভিষেক ম্যাচ বিশেষ কিছু, আর সেই ম্যাচে যদি প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে উপহার পাওয়া যায় তা হয়ে থাকে আরও স্মরণীয়। কারুনারত্নের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটলো।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে কারুনারত্নের। সেই ম্যাচে শ্রীলঙ্কা ৩৮ রানে পরাজিত হয় ভারতের কাছে। ম্যাচ শেষে দেখা যায়, কারুনারত্নের প্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এগিয়ে এসে তাকে একটি ব্যাট উপহার দেন। প্রিয় ক্রিকেটারের থেকে এমন উপহার হাসিমুখেই গ্রহণ করেন কারুনারত্নে।
View this post on Instagram
সেই মুহূর্তের কথা উল্লেখ করেন কারুনারত্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, 'আমার অভিষেক ম্যাচে আমার প্রিয় ক্রিকেটারের থেকে ব্যাট উপহার পাওয়া সত্যিই সম্মানের ব্যাপার। মানুষ হিসেবে আপনি অসাধারণ, এবং আপনার এমন ব্যবহারে আমি মুগ্ধ। আমি কখনো এ দিনটি ভুলবো না। স্রষ্টা আপনার মঙ্গল করুক।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]