এসএ গেমসে অংশ নিয়ে দেশকে পদক এনে দেয়া জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সাহবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। টুম্পার পরিবারের শুধু টুম্পাই নয় তার বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তাদের শরীরে ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে। টুম্পা এবং তার বাবার দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের আগেই টুম্পা ও তার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হন। আর তখন থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন তারা। কিন্তু তাদের অবস্থা খারাপের দিকে গেলে ঈদের পরদিনই তাদের ঢাকা নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই আইসিউতে রয়েছেন টুম্পা। তার বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও টুম্পার কোন শারীরিক উন্নতি নেই।
টুম্পার ছোট ভাই ফুয়াদ জানান, টুম্পার ফুসফুসের ৩৫ থেকে ৪০ ভাগ আক্রান্ত। অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০ এর নিচে থাকছে। টুম্পার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যও কামনা করেন ফুয়াদ।
বিকেএসপিতে বেড়ে ওঠা টুম্পা ২০০৯ সাল থেকে সিনিয়র জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন হন তিনি। দেশের হয়ে একাধিক আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টুম্পা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন সে। দুই আসরেই দেশকে পদক উপহার দিয়েছিল টুম্পা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]