করোনাভাইরাস মহামারির মধ্যেই বসেছে অলিম্পিকের এবারের আসর। টোকিওতে অনুষ্ঠিত এবারে অলিম্পিকে করোনাভাইরাস মোকাবিলার জন্য কঠোর নিয়ম প্রণয়ন করছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। জৈবসুরক্ষা বলয়ের পাশাপাশি মাস্ক পড়াও বাধ্যতামূলক করেছে আইওসি।
অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটদের পাশাপাশি সকল কর্মকর্তা এবং গেমসের সাথে জড়িত সবার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও পুরো গেমসে সামাজিক দূরত্বের বিষয়টিও বেশ কঠোরভাবে পালন করা হচ্ছে।
তবে এর মধ্যেও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মাস্ক না পড়ে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের দুই অ্যাথলেট। এছাড়াও উদ্বোধনী মার্চ পাস্টে মাস্ক ছাড়াই এসেছিলেন কাজাখিস্তানে এবং কিরগিজস্থানের অ্যাথলেটরা।
এসব ঘটনার পর মাস্ক পড়ার বিষয়ে আরও কঠোর অবস্থানে এসেছে আইওসি। তারা জানিয়েছে সব সময় মাস্ক পড়া বাধ্যতামূলক। এমনকি অ্যাথলেটরা যখন পুরষ্কার নেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়াবে তখনও তাদেরকে মাস্ক পড়তে হবে।
অ্যাথলেটরা পোডিয়ামে দাঁড়িয়ে পুরষ্কার গ্রহণ করার পর ছবি তোলার সময় মাস্ক খুলতে পারবেন। এছাড়া আর কখনই অ্যাথলেটরা মাস্ক খুলতে পারবেন না।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]