টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতে নতুন ইতিহাস গড়লেন হাঙ্গেরির ফেন্সিং তারকা অ্যারন সিলাগি। প্রথম ক্রীড়াবিদ হিসেবে ফেন্সিংয়ে টানা তিন স্বর্ণপদক জয় করেন তিনি। এর আগে লন্ডন এবং রিও অলিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন সিলাগি।
টোকিও অলিম্পিকের প্রথমদিনে ইতালির লুইজি সামেলোকে ১৫-৭ ব্যবধানে হারিয়ে টোকিও অলিম্পিকে নিজের স্বর্নপদক নিশ্চিত করেছেন সিলাগি। এর মাধ্যমে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন তিনি। এর আগে ফেন্সিংয়ে কেউ টানা তিন আসরে স্বর্ন পদক জিততে পারেননি।
ফাইনালে উঠার পথে সেমিফাইনালে ইরানের ফেন্সিং তারকা মোজতাবা আবেদিনকেও ১৫-৭ ব্যবধানে হারিয়েছিলেন সিলাগি।
টানা তৃতীয় স্বর্ণপদক জিতে সিলাগি বলেন, ‘এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মত। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। তবে জিততে পেরে বেশ ভালো লাগছে এবং আমি অনেক আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমি কি করেছি তা বুঝতে আমার অনেক সময় লাগবে। তবে আমি আমার ফেন্সিং নিয়ে বেশ গর্বিত।’
অ্যারন সিলাগির ইতিহাস গড়ার দিনে ফেন্সিংয়ে রৌপ্য পদক জিতেছেন লুইজি সামেলো আর ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুংহুয়ান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]