টোকিও অলিম্পিকের শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকী। তিনি ৬১৯.৮ স্কোর করে ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৪১ তম হয়েছেন। মোট ৬ সিরিজে ৬০ শ্যুটে বাকীর গড় স্কোর ১০.৩৩।
২০১৬ সালের রিও অলিম্পিকে ৬২১.২ স্কোর গড়ে বাছাইপর্বে ২৫তম হয়েছিলেন গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী বাকী।
টোকিও যাওয়ার পূর্বে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাকী। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। উল্টো রিও অলিম্পিকের চেয়েও এবার বাছাইপর্বে বাজে করলেন বাকী।
২০১৬ সালে দিল্লীর শুটিং বিশ্বকাপে গড়া ৬২৪.৮ স্কোর তার ক্যারিয়ারসেরা। আর চলতি বছরের মার্চে দিল্লিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে ৩১ বছর বয়সী এই শুটার ৬২৪.৫ স্কোর গড়েন। ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন চীনেরই ইয়াং হাওরান। যেটি অলিম্পিক বাছাইয়ের রেকর্ডও বটে।
এবারের টোকিও অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের মধ্যে সবার আগে বিদায় নিতে হলো আবদুল্লাহ হেল বাকীকে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]