অলিম্পিকে সাঁতার মানেই অস্ট্রেলিয়ার এবং যুক্তরাষ্ট্রের জয়জয়কার। অলিম্পিকের উত্তেজনাকর এ ইভেন্টে প্রথম স্বর্ণপদক জিতলো অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে তারা।
টোকিও অলিম্পিকের প্রথমদিনেই বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়া। তবে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলিতে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র।
৪*১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয়ের পথে অস্ট্রেলিয়ান চার সাঁতারু ব্রোন্তে ক্যাম্পবেল, মেগ হ্যারিস, এমা ম্যাককেওন এবং ক্যাট ক্যাম্পবেল মাত্র ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। আর এতেই বিশ্ব রেকর্ড গড়েন তারা।
এর আগের বিশ্ব রেকর্ডের দখলদার ছিল অস্ট্রেলিয়া। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সাঁতারুরা ৩ মিনিট ৩০.০৫ সেকেন্ডে সাঁতার শেষ করেছিলেন।
স্বর্ণপদকের নিষ্পত্তি সহজে হলেও সিলভার এবং ব্রোঞ্জের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করেছে কানাডা এবং যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত ৩ মিনিট ৩২.৭৮ সেকেন্ডে সাঁতার শেষ করে সিলভার জিতেছে কানাডা। অপরদিকে ৩ মিনিট ৩২.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।
এছাড়াও পুরুষদের ৪০০ মিটার মেডলিতে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের চেজ কালিজ। এ ইভেন্টে রৌপ্য পদকও গেছে যুক্তরাষ্ট্রের ঘরে, রৌপ্য জিতেছেন জয় লিদারল্যন্ড। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার সাঁতারু স্মিথ ব্রেন্ডন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]