স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ এএম, ২৬ জুলাই ২০২১
স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

টোকিও অলিম্পিকের প্রথম দিনেই ঘটে গেলো অপ্রত্যাশিত এক ঘটনা। স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার হকি ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করেছেন আর্জেন্টাইন খেলোয়াড়। বিষয়টি নিয়ে মাঠেই বেশ হট্টগোল বেধে গিয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান এক প্রতিবেদনে জানানো হয়, টোকিও অলিম্পিকের প্রথম দিন শনিবার (২৪ জুলাই) আর্জেন্টিনার ৩৬ বছর বয়সী লুকাস রসি স্পেনের সমবয়সী ডেবিড অ্যালেগ্রির মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করেন।

রসি অবশ্য কি কারণে মাথায় আঘাত করেছে সেটিও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তিনি মনে করেছিলেন সময় কাটানোর জন্য অ্যালেগ্রি অভিনয় করছিলেন। তাই তিনি হাতের হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করেন।

আঘাত করার সঙ্গে সঙ্গে অ্যালেগ্রি চিৎকার করে প্রতিক্রিয়া দেখান। এ সময় মাঠের আম্পায়ররা দৌড়ে গিয়ে অ্যালেগ্রি ক্র্যাম্পের চিকিৎসা করান। তবে একই মুহূর্তে স্পেনের এক খেলোয়াড় রসির গলা চেপে ধরেন।
sportsmail24
দুই পক্ষই শান্ত হলে আবার খেলা শুরু হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ সমীকরণে ড্র হয়। অ্যালেগ্রির এটি চতুর্থ অলিম্পিক। এর আগে ২০০৪, ২০০৮ ও ২০১২ অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে একবার রুপার মেডেলও জিতেছিলেন তিনি।

অন্যদিকে, গতবার রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন রসি। এছাড়া আর্জেন্টিনার হয়ে ২০১২ ও ২০১৬ অলিম্পিকেও খেলেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

বয়সকে হার মানিয়ে ইরানকে স্বর্ণ উপহার দিলেন জাভেদ

বয়সকে হার মানিয়ে ইরানকে স্বর্ণ উপহার দিলেন জাভেদ

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ায় নাম সরিয়ে নিলেন আলজেরিয়ান অ্যাথলেট

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ায় নাম সরিয়ে নিলেন আলজেরিয়ান অ্যাথলেট

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের