অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ এএম, ২৬ জুলাই ২০২১
অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

টোকিও অলিম্পিকের নতুন ইভেন্ট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতলো জাপান। এবারই প্রথম টোকিও অলিম্পিকে সংযোজন করা হয় স্কেটবোর্ডিং। শুধু স্কেটবোর্ডিং নয়, এবারের টোকিও অলিম্পিকে নতুন করে সংযোজন করা হয়েছে পাঁচটি খেলা। স্কেটবোর্ডিংয়ে জাপানকে সোনা এনে দেন হরিগোম। ৩৭.১৮ স্কোর তুলে তিনি এ পদক লাভ করেন।

অলিম্পিক স্কেটবোর্ডিং দুটি অংশে বিভক্ত - পার্ক এবং রাস্তায়। পার্কে ট্রেডিশনাল স্কেটিংয়ে নিয়ম প্রযোজ্য হবে। আর রাস্তায় থাকবে হ্যান্ড্রেলস, সিঁড়ি, কার্বস, বেঞ্চ এবং প্রাচীর। পার্কে ২০টি করে স্কেটার আলাদা আলাদা রাউন্ডে অংশ নেবে এবং সেখানে থেকে আটটি স্কেটার ফাইনালে উঠে।

সোনা জয়ের ক্ষেত্রে হরিগোম পিছনে ফেলেছেন ব্রাজিলের কেলভিন হোয়েফ্লের এবং আমেরিকার জজ্ঞার ইয়েটনকে। কেলভিন ৩৬.১৫ স্কোর তুলে সিলভার পদক জিতেন আর ৩৫.৩৫ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেন ইয়েটন।

স্কেটবোর্ডিংয়ে অঘটনের শিকার হয়েছেন সবচেয়ে বড় তারকা ইয়াজহা হাস্টন। আমেরিকার এই তারকা সোনার জন্য লড়লেও ফাইনালে তিনি ৭ম স্থানে থেকে অলিম্পিক শেষ করেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ায় নাম সরিয়ে নিলেন আলজেরিয়ান অ্যাথলেট

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ায় নাম সরিয়ে নিলেন আলজেরিয়ান অ্যাথলেট

বয়সকে হার মানিয়ে ইরানকে স্বর্ণ উপহার দিলেন জাভেদ

বয়সকে হার মানিয়ে ইরানকে স্বর্ণ উপহার দিলেন জাভেদ

অলিম্পিক ঘিরে ফেসবুক-গুগলের বিশেষ আয়োজন

অলিম্পিক ঘিরে ফেসবুক-গুগলের বিশেষ আয়োজন

টোকিও অলিম্পিকে পদক পেল ভারত

টোকিও অলিম্পিকে পদক পেল ভারত