বয়সকে হার মানিয়ে ইরানকে স্বর্ণ উপহার দিলেন জাভেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ পিএম, ২৫ জুলাই ২০২১
বয়সকে হার মানিয়ে ইরানকে স্বর্ণ উপহার দিলেন জাভেদ

টোকিও অলিম্পিকের বাছাইয়ে পঞ্চম অবস্থায় ছিলেন ইরানের ৪১ বছর বয়সী জাভেদ ফরোঘি। তবে পদকের মূল লড়াইয়ে ঠিক বাজিমাত করলেন তিনি। বয়সকে হার মানিয়ে টোকিও অলিম্পিকে ইরানকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন জাভেদ। শুধ্র তাই নয়, দেশটির হয়ে সবচেয়ে বেশি বয়সে স্বর্ণ জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।

টোকিও অলিম্পিকের প্রথম দিন শনিবার (২৪ জুলাই) আসাকা শুটিং হলে ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে অলিম্পিকের রেকর্ড ২৪৪ দশমিক ৮ স্কোর গড়েছেন জাভেদ। ফাইনালে সার্বিয়ার শুটার দামির মিকেচকে হারিয়ে পদক জিতেছেন তিনি।
sportsmail24
রুপা জয় করা সার্বিয়ার শুটারের স্কোর ছিল ২৩৭ দশমিক ৯। আর ব্রোঞ্জ জেতা চিনের পেং উই-এর স্কোর ছিল ২১৭ দশমিক ৬।

স্বর্ণ জিতে ইরানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক পদক জয়ের রেকর্ড গড়েছেন জাভেদ ফরোঘি। তার আগে এ রেকর্ডটি দখলে ছিল ইরানের মাহমুদ নামদাজোর। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারোত্তোলনে ৩৮ বছর বয়সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন জাভেদ।

স্বর্ণ জয়ের পর জাভেদ বলেন, ‘বাছাইপর্বে স্নায়ুচাপে ভোগায় ফাইনালে এসে আর কোনো চাপে ভুগিনি। মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা করতে পেরেছি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিকে পদক পেল ভারত

টোকিও অলিম্পিকে পদক পেল ভারত

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ায় নাম সরিয়ে নিলেন আলজেরিয়ান অ্যাথলেট

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ায় নাম সরিয়ে নিলেন আলজেরিয়ান অ্যাথলেট

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

টোকিও অলিম্পিক : শেষ ষোল থেকে রোমান-দিয়ার বিদায়

টোকিও অলিম্পিক : শেষ ষোল থেকে রোমান-দিয়ার বিদায়