করোনা মহামারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিকের আসর। একই কারণে স্থগিত হওয়া আসর এক বছর পর আয়োজন করলো জাপান। এদিকে, টোকিও অলিম্পিককে কেন্দ্র করে বিশেষ সাজে সেজেছে গুগল এবং ফেসবুক।
প্রাণঘাতি করোনার কারণে এবারের অলিম্পিকে সরাসরি দর্শক এলাউ করা হয়নি। সবাইকে এবার টিভি পর্দায় অলিম্পিকের ইভেন্টগুলো দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের বেশিরভাগ পারফরমেন্সই ছিল ভার্চুয়ালি। তবে আতশবাজি আর লেজার লাইট দিয়ে জাপানের সংস্কৃতিকে তুলে ধরা হয়।
জাপানের এই অলিম্পিক আসরকে ঘিরে অধীর আগ্রহে পুরো বিশ্ব। করোনার চোখ রাঙানি থাকলেও এবারের আয়োজন ঘিরে উন্মাদনার কমতি নেই। নানা আয়োজনের মধ্যে অলিম্পিক উপলক্ষে বিশেষ সাজে সেজেছে গুগল ও ফেসবুক।
অলিম্পিক উপলক্ষে গুগল বিশেষ ‘ডুডল’ প্রকাশ করেছে। সার্চ ইঞ্জিন জায়ান্টটি তাদের হোমপেজে অলিম্পিক আয়োজনকে স্বাগত জানাতেই এটি করেছে। অলিম্পিকের সম্মানে সেখানে একটি অ্যানিমেশন ভিডিও গেমসও যুক্ত করেছে গুগল। যার নাম দিয়েছে ‘ডুডল চ্যাম্পিয়ন আইল্যান্ড গেমস।’ আগামী দুই সপ্তাহ এটি চালু থাকবে।
গুগল ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকও তাদের লোগোতে এনেছে বিশেষ কারসাজি। লোগোতে অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের খেলাগুলো বিশেষভাবে প্রদর্শন করা হচ্ছে।
শুক্রবার (২৩ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাপানের রাজা নারুহিতো। এবারের আসরে ৫০টি ডিসিপ্লিনে ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। তারা লড়বেন ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য। টোকিও অলিম্পিকের পর্দা নামবে ৮ আগস্ট।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]