টোকিও অলিম্পিকে প্রথম পদকের দেখা পেলো ভারত। ভারতকে এ সম্মানজনক পদক এনে দেন ২৬ বছর বয়সি ভারত্তোলক মীরাবাই চানু। এই ইভেন্টে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন চীনের ঝৌ হৌ। দ্বিতীয় হয়ে রৌপ্য পদক পান চানু। আর ব্রোঞ্জ জিতেন ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ।
চানুর এই অসাধারণ অর্জনে পুরো ভারতবাসীর মতো উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিজের অফিশিয়াল টুইটারে চানুকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
টুইটারে নরেন্দ্র মোদি লিখেন, 'এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ভারোত্তোলনে রূপা জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা। আপনার সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।'
এবারের অলিম্পিকে ভারতের এক মাত্র ভারোত্তোলক হিসেবে যোগ দিয়েছিলেন চানু। এশিয়ান চ্যাম্পিয়ানশিপে ১১৯ কিলোগ্রাম তোলার রেকর্ড গড়ে অলিম্পিকে পদক জয়ের আশা বাড়িয়েছিলেন তিনি। শনিবার (২৪ জুলাই) তার সেই স্বপ্নই সফল হলো।
ভারতকে পদক এনে দেয়া চানুই নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমি পদক জেতায় খুশি। পুরো দেশের নজর আমার উপর ছিল এবং তাদের বড় প্রত্যাশা ছিল আমাকে নিয়ে। আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু নিজের সেরাটা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর ছিলাম। আমি এর জন্য কঠিন পরিশ্রম করেছিলাম।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]