টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ এএম, ২৫ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

টোকিও অলিম্পিকে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করলেন চীনের শুটার ইয়াং কিয়ান। ১০ মিটার এয়ার রাইফেলে ২১ বছর বয়সী ইয়াং সোনা জিতেন। এবারের অলিম্পিকের প্রথম সোনাটাও তার দখলে। ২৫১.৮ স্কোর গড়ে তিনি এ খেতাব অর্জন করেন।

শনিবার (২৪ জুলাই) রাশান আনাস্তাসিয়া গালাশিনাকে পরাজিত করেন ইয়াং কিয়ান। উত্তেজনাপূর্ণ ম্যাচে ইয়াং এর ২৫১.৮ স্কোরের বিপরীতে রাশান ২৫১.১ স্কোর করে রৌপ্য পদক জিতেন। আর ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন।

বাছাইপর্বে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়ে মূল পর্বে আসা নরওয়েজিয়ান জেনেট হেগ প্রতিযোগিতা শেষ করেন চতুর্থ স্থানে থেকে। আর সোনা জেতা ইয়াং বাছাইপর্ব শেষ করেছিলেন চতুর্থ স্থানে থেকে। আর গালাশিনার অবস্থান ছিল অষ্টম স্থানে।

এর আগে শনিবার সকালে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে মিক্সড ইভেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশের রোমান-দিয়া। বাংলাদেশ ১৬তম দল হিসেবে বাছাইপর্ব উতরে গিয়েছিল। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া একেবারে শীর্ষ দল হিসেবে পা রাখে মূল প্রতিযোগিতায়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিক : শেষ ষোল থেকে রোমান-দিয়ার বিদায়

টোকিও অলিম্পিক : শেষ ষোল থেকে রোমান-দিয়ার বিদায়

সকল শঙ্কা কাটিয়ে পর্দা উঠলো টোকিও অলিম্পিকের

সকল শঙ্কা কাটিয়ে পর্দা উঠলো টোকিও অলিম্পিকের

ক্রীড়া জগতের ‘সর্বোচ্চ পুরস্কারে’ ভূষিত হলেন ড. ইউনূস

ক্রীড়া জগতের ‘সর্বোচ্চ পুরস্কারে’ ভূষিত হলেন ড. ইউনূস

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড