টোকিও অলিম্পিকে বাংলাদেশের সবার নজর ছিল রোমান সানা ও দিয়া সিদ্দিকীর উপর। আর্চারিতে এই দুইজন কী করেন সেটি দেখারই অপেক্ষায় ছিলেন সবাই। তবে অলিম্পিকের মতো বড় মঞ্চে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পেরে উঠলো না রোমান-দিয়া জুটি।
শনিবার (২৪ জুলাই) দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে মিক্সড ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন রোমান-দিয়া।
বাংলাদেশ ১৬তম দল হিসেবে বাছাইপর্ব উতরে গিয়েছিল। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া একেবারে শীর্ষ দল হিসেবে পা রাখে মূল প্রতিযোগিতায়। কোরিয়ানদের বিপক্ষে তাই বাংলাদেশের লড়াইটা যে খুবই কঠিন হবে তা আগে থেকেই অনুমেয় ছিল।
প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে ৩৮, যেখানে বাংলাদেশ করে ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া করেছে ৩৫, বাংলাদেশ ৩৩। তৃতীয় সেটে প্রায় সমানতালেই লড়াই করেছে রোমান-দিয়ারা।
কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮। পরপর তিন সেট হারার পরই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে কোরিয়ান দুই আর্চার।
মিক্সড ইভেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বাজলেও বাংলাদেশের এই দু’জনের সামনেই সুযোগ রয়েছে একক ইভেন্টে। মঙ্গলবার (২৭ জুলাই) পুরুষ এবং নারী এককে লড়বেন রোমান সানা এবং দিয়া।
এদিকে, কোয়ার্টার ফাইনালের আট দলও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশকে হারানো দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ভারত। গ্রেট ব্রিটেন লড়বে মেক্সিকোর বিপক্ষে। তুরস্ক খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। আর ফ্রান্সের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]