টোকিও অলিম্পিকের প্রথম দিনে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। দুইজনের দুর্দান্ত পারফর্মেন্সে মিশ্র ইভেন্টে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯৭ স্কোর করে ১৬তম স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেন তারা।
দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও নিজেদের সেরা পারফর্মেন্স করেছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। আর্চারির নারী ইভেন্টে ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোর করে র্যাঙ্কিং রাউন্ডে ৩৬তম হয়েছেন দিয়া।
দিয়ার সাফল্যের পর নিজের সাফল্যও ধরে রেখেছেন রোমান সানা। মৌসুম সেরা ৬৬২ স্কোর গড়ে র্যাঙ্কিং রাউন্ডের ১৭তম হয়েছেন তিনি। তবে প্রথমার্ধে শীর্ষে আটে থাকলেও শেষ পর্যন্ত ১৭তম স্থানে থেকে র্যাঙ্কিং রাউন্ড শেষ করেছেন রোমান।
ব্যক্তিগত ইভেন্টের পর মিশ্র ইভেন্টেও উজ্জ্বল ছিলেন দুই আর্চার। মিশ্র ইভেন্টে ২৯ দেশের মধ্যে ১৬তম হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। মিশ্র ইভেন্টে বাংলাদেশে সাথে সমানে সমানে লড়াই করেছিল কানাডা এবং ইউক্রেন। তবে দুই দলের কোনোটিই কখনও বাংলাদেশকে অতিক্রম করতে পারেনি।
মিশ্র ইভেন্টে বাংলাদেশে মোট স্কোর ছিল ১২৯৭। অপরদিকে বাংলাদেশে নিকটতম প্রতিদ্বন্দ্বী কানাডার স্কোর ছিল ১২৯৫। মিশ্র ইভেন্টে দিয়ার কাছ থেকে ৬৩৫ পয়েন্ট এবং রোমান সানার কাছ থেকে ৬৬২ পয়েন্ট আসে। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]