জিম্বাবুয়ে দলের সাথে সফরে থাকা আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস (৬২) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন)।
গত বছরের জুনে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিপ্লবের বাবা। হাসপাতাল থেকে ছাড় পেলেও শারীরিক বিভিন্ন জটিলতায় শেষ পর্যন্ত হার মানলেন তিনি।
বিপ্লবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জানিয়েছে, পরিবারের পাশে থাকতে জিম্বাবুয়ে থেকে দ্রুত দেশে ফিরছেন বিপ্লব।
এক সংবাদ বিজ্ঞপ্তি বিসিবি জানায়, ‘জাতীয় ক্রিকেট আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস (৬২) ঢাকায় মারা গেছেন। বিপ্লবের বাবার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। বিসিবি বিপ্লব ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
বিসিবি আরও জানায়, বর্তমানে জিম্বাবুয়েতে থাকা টি-টোয়েন্টির সদস্য বিপ্লব স্কোয়াড ছেড়ে দ্রুতই দেশে ফিরবেন। পরিবারের দুঃখের সময় পরিবারের সাথে থাকার জন্য তাকে বিশেষভবে দেশে পাঠানো হচ্ছে।
এদিকে, মামার মৃত্যুতে দেশে ফেরায় শুধু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই নয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বিপ্লব।
এর আগে বাবা-মার অসুস্থতার জন্য দেশে ফেরায় মুশফিকুর রহিমও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না। আর ইনজুরির কারণে ছিকটে গেছেন তামিম ইকবাল। অর্থাৎ, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ তাদেরকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]