শর্টস পরায় নরওয়ে নারী হ্যান্ডবল দলকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ এএম, ২২ জুলাই ২০২১
শর্টস পরায় নরওয়ে নারী হ্যান্ডবল দলকে জরিমানা

ইউরোপিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে শর্টস পড়ায় নরওয়ে নারী বিচ হ্যান্ডবল দলকে জরিমানা করা হয়েছে। নিয়মানুযায়ী বিচ হ্যান্ডবলে বিকিনি পড়ে মাঠে নামতে হয়। সেখানে শর্টস পড়েছিলেন তারা। এ কারণে দলকে ১৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। ইউরোপিয়ান হ্যান্ডবল ফেডারেশন (ইএইচএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নেমে স্পেনের বিপক্ষে ম্যাচে শর্টস পড়ে মাঠে নামেন নরওয়ের খেলোয়াড়রা। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) বিচ হ্যান্ডবলের নিয়মানুযায়ী শর্টস পড়ে খেলতে পারেননা। সঠিক পোষাকে খেলতে না নামার অপরাধে জনপ্রতি নরওয়ে দলকে জনপ্রতি ১৫০ ইউরো করে জরিমানা দিতে হবে।

তবে এ অপরাধের জন্য নরওয়ে হ্যান্ডবল ফেডারেশন কোনো ধরনের জরিমানা দিতে রাজি নয়। তবে খেলোয়াড়রা নিজেদের জরিমানা দিলে তবেই তারা জরিমানা দিতে রাজি।

আইএইচএফের এ ধরনের নিয়মের বিরোধীতা করেছেন নরওয়ে হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি কারে গিয়ের লিও জানান, ‘পোষাকের বিষয়টি স্বাধীন হওয়া দরকার। যে যে পোষাকে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে সে পোষাকেই খেলতে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা গর্বিত যে ইউরোপের বড় মঞ্চে আমাদের মেয়েরা প্রতিবাদ করেছে। যা হয়েছে পর্যাপ্ত। এখন আর এগুলো মেনে নেওয়া হবে না। এখনই সময়, পোষাকের এ নিয়ম পরিবর্তন করার। আশা করি কিছুদিনের মধ্যেই নিয়মে পরিবর্তন আসবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে, বাংলাদেশের ৩০ পয়েন্ট

হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে, বাংলাদেশের ৩০ পয়েন্ট

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক

শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক