জিম্বাবুয়ে সফরে গিয়েও হঠাৎই দেশের ফিরে আসেন মুশফিকুর রহীম। কারণ ছিল, দেশে থাকা বাবা-মা করোনা আক্রান্তের খবর। মুশফিক ঢাকা ফেরার আগেহই বাবা-মাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত বাবা-মা’কে নিয়ে ঈদের দিন সুখবর দিলেন মুশফিক। জানালেন, সুস্থতার পথে রয়েছেন তারা।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচটি খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভব হয়নি মুশফিকের। ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফিরেন তিনি। এদিকে, মুশফিককে ছাড়াই দিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বুধবার (২১ জুলাই) বাংলাদেশে পালিণ হচ্ছে ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। একইসঙ্গে জানিয়েছেন, বাবা-মায়ের স্বাস্থ্যের খবর।
সামাজিক মাধ্যমে মুশফিক লিখেন, ‘সকলকে ঈদ মোবারক। সকলের জন্য সুখ এবং আনন্দময় ঈদ কামনা করছি। তবে আমাদের দেশ এখনও মহামারীর (করোনা) সাথে লড়াই করছে।’
ঈদ উদযাপনের সাথে সবাইকে স্বাস্থ্য সচেতনার পরামর্শও দিয়েছে মুশফিক। বলেন, ‘দয়া করে ঈদ উদযাপনের সময় করোনা সুরক্ষা প্রোটোকলগুলো অনুসরণ করবেন। আসুন আমাদের চারপাশে অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াবান হই এবং তাদের সাথেও আনন্দ ভাগ করে নেই।’
করোনা আক্রান্ত বাবা-মা’র বিষয়ে মুশফিক বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। আমার পিতা-মাতার সুস্থতার পথে। আপনারা যারা আমার বাবা-মার জন্য প্রার্থনা করেছেন, তাদের আমি ও আমার পরিবার চিরকাল কৃতজ্ঞ থাকবো। এটি আমার এবং আমার পরিবারের জন্য বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]