শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ২১ জুলাই ২০২১
শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক

আশঙ্কা রয়েছে বাতিল হতে পারে এবারের অলিম্পিক। সে আশঙ্কা আরও বাড়িয়ে দিলেন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান তোসিরো মুতো। টোকিও অলিম্পিকের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এমন হতে থাকলে যে কোনো মুহূর্তেই টোকিও অলিম্পিক বাতিল করা হতে পারে।

অলিম্পিক নিয়ে এক সংবাদ সম্মেলনে মুতো বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাটা ঠিক কততে দাঁড়াবে তা আমরা জানি না। তবে প্রতিরোধের জন্য কাজ করছি।’

মুতো আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি অলিম্পিক বাতিল করার মত সিদ্ধান্তও আসতে পারেও বলে জানান তিনি। মুতো বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে বৈঠক করা হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাড়তে বা কমতেও পারে। যদি পরিস্থিতি নাগালের বাইরে যায় তাহলে আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিবো।’

করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত সময়ের এক বছর পর অনুষ্ঠিত হচ্ছে টোকিও অলিম্পিক। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরও অলিম্পিকে করোনা আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এছাড়াও পুরো জাপান জুড়ে করোনার আক্রমণও বেড়ে চলেছে।

জাপানের বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী আরও অনেক অ্যাথলেটের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি অলিম্পিক কমিটি। এ রকম চলতে থাকলে যেকোনো মুহূর্তেই বাতিল হতে পারে এবারের অলিম্পিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে দেখা মিললো উগান্ডার ‘নিখোঁজ’ অ্যাথলেটের

অবশেষে দেখা মিললো উগান্ডার ‘নিখোঁজ’ অ্যাথলেটের

অলিম্পিক ভিলেজেই করোনায় আক্রান্ত তিন দক্ষিণ আফ্রিকান

অলিম্পিক ভিলেজেই করোনায় আক্রান্ত তিন দক্ষিণ আফ্রিকান

অলিম্পিকে সম্মাননা পাচ্ছেন ড. ইউনূস

অলিম্পিকে সম্মাননা পাচ্ছেন ড. ইউনূস

টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য ‘অ্যান্টি-সেক্স’ বিছানা

টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য ‘অ্যান্টি-সেক্স’ বিছানা