সাকিব-তামিমদের ঈদের নামাজ পড়াবেন আতহার আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ এএম, ২১ জুলাই ২০২১
সাকিব-তামিমদের ঈদের নামাজ পড়াবেন আতহার আলী

টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জিম্বাবুয়ে সফরে রয়েছে। সফরে যাওয়ার আগে ধারণা করা হয়েছিল, পবিত্র ঈদুল আজহার দিনও হয়তো তাদের থাকতে হতে পারে ক্রিকেট মাঠে। তবে সেটি আর হচ্ছে না। বাংলাদেশের সাথে জিম্বাবুয়েও বুধবার (২১ জুলাই) ঈদ হওয়ায় সেটা থেকে রক্ষা পেয়েছেন সাকিব-তামিমরা।

ঈদের দিন খেলা থেকে ‍মুক্তি পেলেও ঈদগা বা মসজিদে গিয়েও বাংলাদেশ ক্রিকেট দলের ঈদের নামাজ আদায় করা সম্ভব হবে না। তাদেরকে নামাজ আদায় করতে হবে হোটেলেই। কারণ, পুরো দল বায়ো-বাবলে থাকা ছাড়াও করোনার কারণে জিম্বাবুয়ে চলছে লকডাউন।

তামিম-সাকিবদের জন্য এখনো নিশ্চিত হয়নি যে, তারা কোথায় ঈদের নামাজ আদায় করবেন। যতটুকু জানা গেছে, ক্রেস্টা লজ হোটেল চত্বরে অথবা ব্রন্টে গার্ডেন হোটেলে ঈদের নামাজ আদায় করবেন তারা। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিক ও সম্প্রচার কার্যক্রমে থাকারাও একসাথে নামাজ আদায় করবেন।

এদিকে, সাকিব-তামিমরা ঈদের নামাজ কোথায় আদায় করবেন সেটা শতভাগ নিশ্চত রা হলেও ঈদ জামাতে ইমাম নিশ্চিত। সাধারণত বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট দলকে মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ পড়তে দেখা গেলেও এবার ইমামতি করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

এদিকে, টেস্ট ও ওয়ানডে সিরিজ নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এগিয়ে আনা হয়েছে। যার পলে ঈদের পরদিনও মাঠে নামতে হবে টাইগারদের।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব