আর মাত্র তিনদিন পরেই মাঠে গড়াবে অলিম্পিকের এবারের আসর। এবারের আসরের আয়োজক জাপানের রাজধানী টোকিও। এর আগে আয়োজকদের দুশ্চিন্তার নাম হয়েছিল উগান্ডার নিখোঁজ হওয়া অ্যাথলেট জুলিয়াস সেকিতোলেকো। অবশেষে তাকে খুঁজে পেয়েছে জাপান সরকার।
হটাৎ করেই টিম হোটেল থেকে নিখোঁজ হন উগান্ডার ভারত্তোলক জুলিয়াস সেকিতোলেকো। নিখোঁজ হওয়ার আগের দিনই তিনি জানতে পারেন অলিম্পিকে আসলেও তিনি খেলতে পারবেন না। এরপরই নিখোঁজ হন তিনি।
নিখোঁজ হওয়ার আগে টিম হোটেলে নিজের রুমে একটি চিরকুট লিখে রেখে যান তিনি। তাতে লেখা ছিল, ‘আমি জাপানে কাজ করতে চাই।’ আধুনিক অলিম্পিকে অ্যাথলেট নিখোঁজ হওয়ার ঘটনা বেশ বিরল।
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে টোকিও অলিম্পিক জুড়ে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময়ে তার হারিয়ে যাওয়ার ঘটনায় বেশ চাপে পড়ে আয়োজক কতৃপক্ষ। অবশেষে তাকে টোকিও থেকে ২০০ কিলোমিটার দূরের শহর নাগোয়াতে খুঁজে পাওয়া গেছে।
অ্যাথলেট জুলিয়াস সেকিতোলেকো নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে পুরো দেশজুড়ে খোঁজ শুরু হয়। অবশেষে নাগোয়া স্টেশনে তার খোঁজ পায় জাপান পুলিশ।
জাপানের শহর ওসাকার হোটেল ইজুমিসানোতে অবস্থান করছিল উগান্ডা দল। রুটিন কোভিড টেস্টের জন্য জুলিয়াস ডাকার পরই জানা যায় টিম হোটেল নেই তিনি। এরপর থেকেই তাকে খুঁজে পেতে চলছিল জাপান পুলিশের তৎপরতা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]