অলিম্পিক শুরু আগে আবারও অলিম্পিক ভিলেজে করোনার আক্রমণ। এবার দক্ষিণ আফ্রিকার অলিম্পিক দলের মোট তিনজনের শরীরের করোনা অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন দুইজন ফুটবলার এবং বাকি একজন স্টাফ।
দক্ষিণ আফ্রিকা দল থেকে করোনা আক্রান্ত হওয়া দুই ফুটবলারের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন থাবিসো মোনিয়ান এবং কামাহেলো মাহলাতসি। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন ফুটবল দলের ভিডিও বিশ্লেষক মারিয়ো মাসহা। অলিম্পিকে ভিলেজে থাকাকালীন তারা করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার অলিম্পিক অভিযান শুরু করার কথা। তবে এর আগে পুরো দলকেই আইসোলেশনে রেখেছে অলিম্পিক কর্তৃপক্ষ।
রোববার (১৮ জুলাই) দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলনে নামার কথা ছিল। তবে অনুশীলনে নামার আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। অলিম্পিকের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ জাপান, ফ্রান্স এবং মেক্সিকো।
দক্ষিণ আফ্রিকা ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে অলিম্পিক ভিলেজে প্রতিদিনই স্ক্রিনিং করা হয়। তিন জন ছাড়া বাকিরা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]