জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভের পর ওয়ানডে সিরিজও জয় নিশ্চিত করার বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। রোববার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাংলাদেশের এ জয়কে অবিস্মরণীয় গৌরব অর্জন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করলো।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারির এ দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।’
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানের ব্যাটিং নৈপূন্যে ৩ উইকেটে জয় পেয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে সফরের একমাত্র টেস্ট ম্যাচও নিজেদের করে নিয়েছে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]