টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য ‘অ্যান্টি-সেক্স’ বিছানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৯ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য ‘অ্যান্টি-সেক্স’ বিছানা

টোকিও অলিম্পিক যেন অন্যবারের চেয়ে বেশিই ভিন্ন। প্রতি বছরই দর্শকের উপস্থিতিতে হয় অলিম্পিক। এছাড়া অলিম্পিক মানেই যৌনতার ছড়াছড়ি। তবে, করোনাভাইরাসের কারণে এবার সবই বন্ধ থাকছে। যৌন সম্পর্ক থেকে অ্যাথলেটদের বিরত রাখতেও স্থাপন করা হয়েছে ‘অ্যান্টি-সেক্স’ বিছানা।

অলিম্পিকের অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য যে খাটের ব্যবস্থা করা হয়েছে তার নামই দেওয়া হয়েছে ‘অ্যান্টি-সেক্স বেড’। এবারের আসরের জন্য খাটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন, একজনের বেশি থাকতে না পারে। খাটে একজনের বেশি উঠলিই তা ভেঙে পড়বে।

টোকিও অলিম্পিকে অংশ নেয়া সকল খেলোয়াড়েরা এ ভবনগুলোতেই অবস্থান করবেন। 

কোন অ্যাথলেট যেন যৌন সম্পর্কে মিলিতে হতে না পারে সেই নজরে বেশ কঠোর টোকিও অলিম্পিকের আয়োজকরা। তবে করোনাভাইরাসের কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিবারই গেমস ভিলেজে ঢোকার সময় কনডম দেওয়া হয়। এবারও দেওয়া হচ্ছে, তবে সেগুলো স্মারক হিসেবে দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন আয়োজকরা।

করোনার পাশাপাশি এইচআইভি মোকাবেলায় সতর্কতা বৃদ্ধি করার কথাও বলা হচ্ছে এবারের আসরে। করোনার জন্য একাধিক বিধি-নিষেধের মধ্যে এবারের অলিম্পিকে নতুন সংযোজন 'অ্যান্টি সেক্স বেড'। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নতুন নিয়মে ৬০ মিনিট হবে ফুটবল ম্যাচ

ফিফার নতুন নিয়মে ৬০ মিনিট হবে ফুটবল ম্যাচ

চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো উয়েফা

চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো উয়েফা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

যেকোন আসরেই দেশের পতাকা বহন করা বড় কিছু : আরিফুল

যেকোন আসরেই দেশের পতাকা বহন করা বড় কিছু : আরিফুল