জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল এর পথেই যেনো হাটলেন সিয়েরা লিওনের ক্রিকেটার জর্জ এডওয়ার্ড এনগেগবা। অখ্যাত এই ক্রিকেটার এবার আলোচনায় উঠে আসলেন টুইট করে। তার সেই টুইটে সাড়া দিয়েছে বিখ্যাত পুমা ব্র্যান্ডও।
শুক্রবার (১৬ জুলাই) এনগেগবা তার ব্যক্তিগত টুইটারে ভালো মানের একটি ব্যাট চেয়ে পোস্ট করেন। আসন্ন অক্টোবর/নভেম্বরে আফ্রিকার দেশ রাওয়ান্ডাতে অনুষ্ঠিত হবে আইসিসি ২০২২ বিশ্বকাপ টি-২০'র আফ্রিকা কোয়ালিফায়ারের ম্যাচগুলো। আর সেই টুর্নামেন্ট এর জন্যই ভালো মানের একটি ব্যাট চেয়ে টুইট করেন তিনি।
তার এই টুইট খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় টুইটারে। অনেকেই বড় বড় কোম্পানি সহ সংস্থাকে তার পাশে দাঁড়ানোর আহ্বান করে। এনগেগবার পোস্টের অল্প সময়ের মধ্যে তার টুইটটি নজরে পড়ে পুমার।
We've got your back @GeorgeENgegba, your new cricket gear will reach you soon https://t.co/DgzeQSk2hw
— PUMA Cricket (@pumacricket) July 17, 2021
এনগেগবার সেই পোস্টের জবাবে পুমা প্রথমে যোগাযোগ করার নাম্বার দিতে বলে এনগেগবাকে। এর কিছু সময় পরেই আরেক টুইটে পুমা জানায় যে, এনগেগবার তার ব্যাট পুমার পক্ষ থেকে দ্রুতই পেয়ে যাচ্ছে।
এর আগে ছেড়া জুতার ছবি টুইট করে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল। তিনি টুইটে বলেছিলেন এক স্পন্সরের থাকলে হয়তো সিরিজ শেষে জুতা ঠিক করতে কষ্ট হত না তাদের। তার ওই টুইটেও সাড়া দিয়েছিল বিখ্যাত স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]