পাঁচ দিন পরেই মাঠে গড়াবে টোকিও অলিম্পিক। এ উপলক্ষে খুলে দেওয়া হয়েছে গেমস ভিলেজ। করোনাভাইরাস মহামারির কারণে অলিম্পিকের আসর এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজিত হচ্ছে। তবে কঠোর স্বাস্থ্যবিধির মধ্যেও গেমস ভিলেজে হানা দিয়েছে করোনা।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে গেমস ভিলেজে দুইজন অ্যাথলেট করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি অলিম্পিক আয়োজক কমিটিও নিশ্চিত করেছ। এর আগে একজন অ্যাথলেটের শরীরে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
করোনায় আক্রান্ত হওয়া দুই অ্যাথলেটকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।
আসর চলাকালীন অলিম্পিক ভিলেজে থাকবেন প্রায় ১৫ হাজার অ্যাথলেট। এখানে করোনা ছড়িয়ে পড়ায় অলিম্পিক কমিটি বেশ উদ্বিগ্ন। অলিম্পিক সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আরও কঠিন স্বাস্থ্য বিধি প্রয়োগ করা হচ্ছে।
করোনা ভাইরাস মহামারির কারণে দর্শকবিহীন গ্যালারিতে অলিম্পিক অনুষ্ঠিত হবে। তবে দর্শকরা টেলিভিশনের পর্দায় অলিম্পিক উপভোগ করতে পারবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]