‘পিটুনি খাওয়ার’ মামলা তুলে নিলেন কামরান আকমল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৮ জুলাই ২০২১
‘পিটুনি খাওয়ার’ মামলা তুলে নিলেন কামরান আকমল

পাকিস্তান ক্রিকেট যেমন 'আনপ্রেডিক্টেবল' তেমনই 'আনপ্রেডিক্টেবল' পাকিস্তানের ক্রিকেটাররাও। কখন কি করে বসেন তা হয়তো নিজেরাও জানেন না। পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল কিছুদিন আগেই অভিযোগ জানিয়েছিল তাকে নাকি ৪ জন ভক্ত পিটিয়েছে। কিছুদিন না যেতেই এবার নিজের করা সেই অভিযোগ নিজেই তুলে নিলেন তিনি।

কামরান আকমলের চার ভক্ত গত ৮ জুলাই আকমলের বাড়িতে যান তার সঙ্গে দেখা করতে। একপর্যায়ে তারা আকমলের অটোগ্রাফ দাবি করেন। কিন্তু আকমল রাজি হননি। এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি। তারপর নাকি সেটা হাতাহাতিতে গড়ায়!

অবস্থা আরও অবনতি হয়ে রীতিমতো মারামারিতে চলে যায়। আর তখনই আকমল পুলিশকে খবর দেন। পুলিশ এসে সেই ৪ ভক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পেটানোর অভিযোগ করেন আকমল।

কামরান আকমলের উপর আক্রমণ করার চারজনের মধ্যে একজন ছিলেন ব্রিটিশ নাগরিকও। এ ঘটনায় থানায় এফআইআর করেছিলেন আকমল। কিন্তু সেই ব্রিটিশ নাগরিক আবার আকমলের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দেন।

আর তখনই কামরান আকমল মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত নেন। কামরান আকমলের আইনজীবি জানান, আকমল মামলার বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে পিটিশনও তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

যেকোন আসরেই দেশের পতাকা বহন করা বড় কিছু : আরিফুল

যেকোন আসরেই দেশের পতাকা বহন করা বড় কিছু : আরিফুল

টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

কৃষক কন্যা থেকে স্নেহা রানা হয়ে উঠার গল্প

কৃষক কন্যা থেকে স্নেহা রানা হয়ে উঠার গল্প