চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ে আর্জেন্টিনায় ন্যায় উল্লাসে ভাসছেন লিওনেল মেসির ভক্তরাও। সেই সুযোগে কাজে লাগিয়েছে ভারতের একটি বিড়ি কোম্পানি। বিড়ির প্যাকেটে সাটিয়ে দেওয়া হয়েছে মেসির ছবি! শুধু কি তাই? বিড়ির নামও রাখা হয়েছে মেসির নামে, ‘মেসি বিড়ি’।
ঘটনাটি ভারতের মুর্শিদাবাদে। তবে এটিই প্রথম কোন ঘটনা নয়। ২০১৫ সালেও মুর্শিদাবাদে এমন কাণ্ড ঘটেছিল। সেইবার মেসি ছাড়াও বিড়ির প্যাকেটে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি।
ফুটবলে দু’জনেই আন্তর্জাতিক তারকা। রোনালদোর দল পর্তুগাল এবার ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও মেসির আর্জেন্টিনা কোপার শিরোপা ঘরে তুলেছে। ফলে এবার আর রোনালদোকে ব্যবহার করা হয়নি। বিড়ির প্যাকেটে জায়গা পেয়েছেন (!) ফুটবলের প্রাণভোমর লিওনেল মেসি।
Argentina football star Messi won the Copa America by his country and immediately got a brand to endorse. "Messi Biri". Great achievement Enjoy pic.twitter.com/RaydB0r1DI
— Dipak Pujari (@PujariDipak) July 13, 2021
ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করেছে মেসির নাম এবং তার ছবি। মেসির ছবিসহ সেই ‘মেসি বিড়ি’র ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা’ই পেয়েছেন মেসি ভক্ত এবং নেটাগরিকরা। নেট দুনিয়ায় চলছে নানা মন্তব্য।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]