ইতালির শিরোপা জয়ের মাধ্যমে রোববার (১১ জুলাই) জমজমাট ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা নেমেছে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর ইউরো শিরোপা নিজেদের ঘরে তুলেছিল ইতালি। শিরোপা জয়ের উৎসবে নেমেছে ইতালিবাসী। তবে উদযাপণের মাত্রা এতই বেশি হয়েছে যে তাতে ঘটেছে হতাহতের ঘটনা।
দীর্ঘ সাত বছর মেজর কোনো টুর্নামেন্ট খেলতে নেমে শিরোপা ঘরে তুলেছে ইতালি। শিরোপা জেতায় পুরো ইতালি জুড়ে শুরু হয় আনন্দ উৎসব। এতেই মর্মান্তিক ঘটনা ঘটে, আনন্দ উৎসবে এসে নিহত হয়েছে একজন এবং গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
ইতালির পুলিশ জানিয়েছে রাজধানী মিলানে শিরোপা উদযাপনে অংশ নিতে যাওয়ার পথে গাড়ি দূর্ঘটনায় পড়ে নিহত হয়েছেন ২২ বছর বয়সী এক যুবক।
মিলানে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়াও শিরোপা উৎসবে সমর্থকদের ওপর ফাঁকা গুলি ছুড়েছেন এক অজ্ঞাতনামা। তবে সেখানে কেউ আহত হয় নাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সেই দূর্বৃত্ত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]